Site icon Jamuna Television

চাটমোহরে পৃথক ঘটনায় দুই গৃহবধূর আত্মহত্যা

পাবনা প্রতিনিধি:

পাবনার চাটমোহর উপজেলায় পৃথক এলাকায় বৃহস্পতিবার রাতে গলায় ফাঁস নিয়ে দুই গৃহবধূ আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে।

জানা যায়, উপজেলার ফৈলজানা ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের মামুন হোসেনের স্ত্রী মারিয়া খাতুন (২৩) সকলের অগোচরে বৃহস্পতিবার রাতে নিজ শোবার ঘরের ডাবের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

অপর দিকে, একই রাতে উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের আলতাব হোসেনের মেয়ে ও পাবনার আতাইকুলা এলাকার সাইদুল ইসলামের স্ত্রী পারুল খাতুন
(২৫) সবার অগোচরে নিজ শোবার ঘরের ডাবের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। এক সন্তানের জননী পারুল পিতার বাড়িতেই থাকতেন।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম দু’টি আত্মহত্যার বিষয় নিশ্চিত করে জানান, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক ইউডি মামলা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version