Site icon Jamuna Television

খাগড়াছড়িতে ছাত্রলীগ নেতাসহ আটক ২, অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে ১৪৬ পিস অবৈধ ভারতীয় শাড়িসহ মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জুয়েল চাকমা ও তসলিম উদ্দিন রুবেল নামে দুই জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে মাটিরাঙা উপজেলার ফায়ার সার্ভিস কার্যালয়ের পাশের পরিত্যক্ত একটি কার্যালয় থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পরিত্যক্ত বিআরডিবি কার্যালয় থেকে তাদের আটক করা হয়। এ সময় রুম থেকে ১৪৬ পিস অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। এসব শাড়ি চোরাই পথে আনা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় পুলিশের হাতে আটক তসলিম উদ্দিন রুবেল ও জুয়েল চাকমা মাদক ব্যবসার সাথেও জড়িত।

মাটিরাঙা থানার ওসি শাহনুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Exit mobile version