Site icon Jamuna Television

সেপটিক ট্যাংকের ভেতর থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে ২ জনের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর চা বাগানের বাউরী টিলায় সেপটিক ট্যাংকে আটকে পড়া ছাগল উদ্ধার করতে গিয়ে ২ চা শ্রমিকের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানায়, ৬ মাস পূর্বে টয়লেটের জন্য গর্তটি করা হয়। ঢাকনা ছাড়া গর্তটি খোলা থাকায় শুক্রবার বিকেলে একটি ছাগল গর্তে পড়ে যায়।

ছাগলটি উদ্ধার করতে দূর্গা চরন বাউরী নিচে নেমে আটকে পড়েন। পরে তাকে উদ্ধার করতে তার ভাতিজা রাজু বাউরী নেমে তিনিও আটকে পড়েন। সেখানে অক্সিজেন কম থাকায় শ্বাসকষ্টে দু’জন মারা যায়।

মৃত দূর্গা চরন বাউরী মৃত মোহন বাউরীর ছেলে ও রাজু বাউরী রবন বাউরীর ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর হরা হয়েছে।

Exit mobile version