ঢাকা-৫ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন

|

শেষ হলো ঢাকা-৫ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। তবে ভোটার উপস্থিতি খুব একটা দেখা যায়নি।

সকালে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম। তবে ঐ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, আইডিয়াল কলেজে ভোট দেননি কাজী মনিরুল। কারন, তিনি এখানকার ভোটার নন। পরে তিনি গণমাধ্যমকে বলেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। অরাজকতা করে কেউ পার পাবে না।

একই কেন্দ্র পরিদর্শন শেষে বিএনপি প্রার্থী সালাহ উদ্দিন আহমেদ অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা সব কেন্দ্র দখল করে বিএনপির এজেন্টদের বের করে দিয়েছে। নির্বাচনী এলাকায় ত্রাস সৃষ্টি করে রাখায় ভোটাররা কেন্দ্রে আসছেন না বলেও অভিযোগ করেন তিনি।

উল্লেখ্য ইভিএমে একটানা বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। উপ-নির্বাচনে জাতীয় পার্টির হয়ে লড়ছেন মীর আব্দুস সবুর। ৬ মে হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে আসনটি শূন্য হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply