আশুলিয়ার নতুন ইপিজেডের তৈরি পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

|

আশুলিয়ার নতুন ইপিজেডের তৈরি পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

আশুলিয়া নতুন ইপিজেডের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

প্যাকজার বাংলাদেশ লিমিটেড ইউনিট-২ নামের পোশাক কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত দশটার দিকে ৫ তলা ভবনের দ্বিতীয় তলায় হঠাৎই আগুন লাগে। একপর্যায়ে ছড়িয়ে পড়ে পুরো ভবনে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ শুরু করে। পরে যোগ দেয় সাভার ফায়ার সার্ভিসের আরও ৩টি ইউনিট। রাত তিনটার দিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে আগুন। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে স্পষ্ট নয় আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply