ফ্রান্সের শিক্ষকের শিরশ্ছেদ করার অভিযোগে নয়জন গ্রেফতার

|

ফ্রান্সের শিক্ষকের শিরশ্ছেদ করার অভিযোগে নয়জন গ্রেফতার

ফ্রান্সে স্কুল শিক্ষককে শিরোশ্ছেদের মাধ্যমে হত্যার অভিযোগে গ্রেফতার হলো ৯ সন্দেহভাজন। হামলাকারী ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হন।

তদন্তকারীরা জানান, অস্ত্রধারীর সাথে আর কারা জড়িত ছিলো- সেটি উদঘাটনের চেষ্টা চলছে। সেকারণেই, ৯ জনকে গ্রেফতারের পর চলছে জিজ্ঞাসাবাদ।

শুক্রবার, প্যারিসের একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ছুরিকাঘাতে হত্যা করা হয় ঐ শিক্ষককে। তিনি ইতিহাসের ক্লাসে মহানবী হযরত মুহাম্মদের ব্যঙ্গচিত্র দেখিয়েছিলেন শিক্ষার্থীদের। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এ ঘটনাকে ‘ইসলামি সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যা দিয়েছেন।

এছাড়া দেশটির মুসলিম নেতারা তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ফ্রান্সের ধর্মনিরপেক্ষ নীতি, মত প্রকাশের স্বাধীনতায় আঘাত হেনেছে হামলাটি। তাদের অভিমত, ইসলামি জঙ্গি এবং সেই মতাদর্শে বিশ্বাসীরা ফ্রান্সের মুসলিম সম্প্রদায়ের ভাবমূর্তি ধ্বংস করছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply