দিনভিত্তিক রেকর্ডের পর সাপ্তাহিক হিসাবেও রেকর্ড সংখ্যক মানুষের করোনা শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, গত সপ্তাহে বিশ্বে সর্বোচ্চ ২৪ লাখ ৩৬ হাজার ৫৪ জন মানুষ করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। যা কি-না আগের সপ্তাহে ছিল ২৩ লাখ ১৪ হাজার ৫৬০ জন মানুষ।
এছাড়া ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টা পর্যন্ত বিশ্বে ৪ কোটি ২ লাখ ৭৮ হাজার ২০৭ জন শনাক্ত হয়েছেন।
তবে আশার কথা, করোনা থেকে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন, ৩ কোটি ১ লাখ ১২ হাজার ২০৪ জন। মারা গেছেন ১১ লাখ ১৮ হাজার ৩২১ জন।
আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৮৩ লাখ ৮৭ হাজার ৭৯৯ জন পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ২৪ হাজার ৭৩০ জন।
ভারতে ১ লাখ ১৪ হাজার ৬৪২ জনের প্রাণ গেছে নতুন এই রোগে। পৃথিবীর অন্যতম ঘনবসতির এই দেশে মোট ৭৫ লাখ ৪৮ হাজার ২৩৮ জন পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
ব্রাজিলে এখন পর্যন্ত ১ লাখ ৫৩ হাজার ৯০৫ জনের প্রাণ গেছে নতুন রোগে। লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে মোট ৫২ লাখ ৩৫ হাজার ৩৪৪ জন পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
Leave a reply