পাটকল শ্রমিকদের ১৪ দফা দাবির জেরে পুলিশ-শ্রমিক সংঘর্ষ

|

খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল চালু, বকেয়া পরিশোধসহ ১৪ দফা দাবিতে অবরোধ কর্মসূচি পালনের সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সংঘর্ষে পুলিশ-শ্রমিকসহ আহত হয়েছে অন্তত ৮ জন। এসময় পুলিশ পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের খুলনার আহবায়ক অ্যাড. কুদরত ই খুদা, কেন্দ্রীয় সিপিবি নেতা এস এ রশিদসহ ১০ জনকে আটক করে।

সোমবার বেলা সোয়া ১১টা থেকে ১টা পর্যন্ত খুলনার আটরা শিল্প অঞ্চলের খুলনা যশোর রোডের ইষ্টার্ন জুট মিলের সামনে এ ঘটনা ঘটে। পাটকল শ্রমিক নেতৃবৃন্দ জানিয়েছেন, পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বানে বেলা ১১টায় ইষ্টার্ন মিলের সামনে পূর্ব ঘোষিত রাজপথ কর্মসূচি শুরু করলে পুলিশ বাঁধা দেয়।

এসময় পুলিশ লাঠিচার্জ করলে উত্তেজিত শ্রমিকরাও তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় ৩ পুলিশ সদস্য ও ৫ জন শ্রমিক আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড রাবার বুলেট এবং টিয়ার সেল নিক্ষেপ করে। আহতরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply