তৃতীয় শ্রেণি পাশ শ্বশুর ও এসএসসি পাস মেয়ে-জামাই মিলে খুলে বসেছেন ডেন্টাল ক্লিনিক। দন্ত্য চিকিৎসক সেজে রোগীদের প্রেসক্রিপশনও দিয়ে যাচ্ছিলেন।
সোমবার দুপুরে রাজধানীর খিলগাঁও এলাকার এ ভুয়া ক্লিনিকে অভিযান চালিয়ে জামাই-শ্বশুরকে গ্রেফতার করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। প্রতারণার অভিযোগে শ্বশুরকে ২ বছর ও জামাইকে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়।
র্যাব জানায়, সম্পর্কে তারা জামাই-শ্বশুর। জামাই’র পড়ালেখার দৌঁড় এসএসসি পর্যন্ত, শ্বশুর লিখতেই জানেন না। অথচ দুজন মিলে দন্ত্য চিকিৎসক সেজে খুলে বসেছিলেন ডেন্টাল ক্লিনিক।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, মার্চে ভুয়া এই ডেন্টাল ক্লিনিক চালু করেন জামাই-শ্বশুর। নূর হোসেন একটি ক্লিনিকে অফিস সহকারী হিসেবে কিছুদিন কাজ করেছেন। তিনি মেয়ে জামাই জাহিদুল ইসলামকে দিয়ে প্রেসক্রিপশন লেখাতেন। এমন ভুয়া ডাক্তারদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Leave a reply