আফগানরা পাকিস্তানকে দ্বিতীয় বাড়ি বলে মনে করে: গুলবুদ্দিন হেকমতিয়ার

|

আফগানিস্তানের জনগণ পাকিস্তানকে তাদের দ্বিতীয় বাড়ি বলে মনে করে বলে মন্তব্য করেছেন প্রাক্তন আফগান রাজনীতিবীদ ও হেজবুল ইসলামের নেতা গুলবুদ্দিন হেকমতিয়ার। খবর পাক গণমাধ্যম ডন’র।

ইসলামাবাদে তিন দিনের সফরে এসে পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশীর সাথে এক বৈঠকে এমন মন্তব্য করেন তিনি।

পাক পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে হেকমতিয়ার দুই দেশের মধ্যকার অভিন্ন স্বার্থ ও আফগান শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। এসময় আফগান শান্তি প্রক্রিয়ায় পাকিস্তান বরাবরের মতোই মধ্যস্ততার ভূমিকা পালন করে যাবে বলে অঙ্গীকার করেন পাক পররাষ্ট্রমন্ত্রী।

এসময় হেকমতিয়ার বলেন, আফগান শান্তি প্রক্রিয়ায় পাকিস্তান ও চায়নার শুধু মাত্র শান্তির জন্যই নয় বরং এ অঞ্চলে ভারতের আধিপত্য রুখতেও অংশগ্রহণ প্রয়োজন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply