খাদ্যভাতার বিষয়ে দুই পক্ষ কোনো সিদ্ধান্তে না আসতে পারায় ভেস্তে গেছে পণ্যবাহী নৌ শ্রমিকের সাথে মালিকদের আলোচনা। ফলে গেলো মধ্যরাত থেকে পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা।
সোমবার বিকেল থেকেই মতিঝিলে বিআইডব্লিউটিএ’র অফিসে আলোচনায় বসেন শ্রমিক ও নৌ-মালিকরা। ১১ দাবির মধ্যে ১০ বিষয়ে সমাধান হলেও খাদ্যভাতার বিষয়ে সমাধানে আসা যায়নি। পরে বৈঠক থেকে উঠে যান নৌ-মালিকরা।
শ্রমিকদের দাবি, বারবার আশ্বাস দেয়ার পরও মালিক পক্ষ খাদ্য ভাতা দিতে অস্বীকৃতি জানান। ফলে পূর্বঘোষিত কর্মবিরতির সিদ্ধান্ত থেকে তারা সরে আসেননি। শ্রমিকরা বলেন, সব বিষয়ে অনেক ছাড় দেয়ার পরও খাদ্য ভাতা দেয়ার দাবি মানেননি নৌ-মালিকরা।
Leave a reply