বাংলাদেশ পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা ডিআইজি ( অতিরিক্ত) মোখলেসুর রহমান (৭৬) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার দিবাগত রাত ১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
মোখলেসুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সময়ে স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। স্বাধীনতার পরে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন তিনি। অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়ার পর ২০০১ সালে অবসরে যান। তিনি সর্বশেষ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
মোখলেসুর রহমান কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমবাড়ীয়ার ফয়েজউদ্দিন বিশ্বাসের ছেলে। তার দুই মেয়ে এক ছেলে। বড় মেয়ে তামান্না অস্ট্রেলিয়া প্রবাসী, ছোট মেয়ে তানিয়া ডেন্টাল সার্জন হিসেবে বারডেমে কর্মরত আছেন। একমাত্র ছেলে রাকিব বৈমানিক হিসেবে তুরস্কে অবস্থান করছে। মরহুমের ইচ্ছে অনুযায়ী তাকে কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে দাফন করা হবে।
Leave a reply