বিতর্কের বিষয় নিয়ে ট্রাম্প-বাইডেন শিবিরে বিবাদ

|

যুক্তরাষ্ট্রের চূড়ান্ত প্রেসিডেন্সিয়াল বিতর্কের সম্ভাব্য ইস্যুগুলো নিয়ে বিবাদে জড়িয়েছে দু’পক্ষ। টিভি বিতর্কে পররাষ্ট্রনীতি বাদ দিয়ে ডেমোক্র্যাটদের সুবিধা দিতে চাইছে আয়োজকরা, এমন অভিযোগ রিপাবলিকান শিবিরের।

সোমবার প্রেসিডেন্সিয়াল ডিবেট কমিশনের কাছে পাঠানো এক চিঠিতে, আলোচ্য বিষয়ে কিছুটা পরিবর্তনের দাবি জানান ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার। চূড়ান্ত বিতর্কের মূল ফোকাস পররাষ্ট্রনীতিই হওয়া উচিত বলে জানান তিনি।

অন্যদিকে, ডেমোক্র্যাট ক্যাম্পের অভিযোগ, মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণেই করোনাভাইরাস ইস্যুতে প্রশ্ন এড়াতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য নির্বাচনী বিতর্কের ৯০ মিনিটকে ভাগ করা হয়েছে ৬টি বিভাগে। প্রতিটি ইস্যুতে দুই মিনিট করে এককভাবে কথা বলার সুযোগ পাবেন প্রার্থীরা। যখন অপর জনের মাইক্রোফোন বন্ধ থাকবে। মার্কিন প্রেসিডেন্ট করোনা আক্রান্ত হওয়ায় বাতিল হয়েছিল দ্বিতীয় বিতর্ক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply