Site icon Jamuna Television

অনলাইনে নয়, ঢাবির ভর্তি পরীক্ষা হবে সরাসরি; জোর দেয়া হবে লিখিততে

অনলাইনে নয়, সরাসরি অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। তবে, করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশের ৮ বিভাগেই থাকবে পরীক্ষার কেন্দ্র। অর্থাৎ ঢাকা বিভাগের বাইরের কাউকে পরীক্ষা দিতে ঢাকা আসতে হবে না।

আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ডিন’স কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। গতবছর ২০০ নম্বরের পরীক্ষার ভিত্তিতে ফলাফল দেয়া হলেও এ বছর পূর্ণমান থাকবে ১০০। সেবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক থেকে রেজাল্টের উপর ৮০ নম্বর থাকলেও সেটি কমিয়ে এছর ২০ নম্বর করা হয়েছে। আর এমসিকিউ’র নম্বর কমিয়ে ৭৫ থেকে ৩০ করা হয়েছে। এছাড়া লিখিত পরীক্ষার নম্বর থাকবে ৫০।

বৈঠকসূত্রে জানা গেছে, করোনা মহামারিসহ সব দিক বিবেচনায় নিয়ে ডিনরা ভর্তি পরীক্ষার নেয়ার বিষয়ে একমত হয়েছেন। তবে, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার উপর বেশি গুরুত্ব দেয়া হবে।






Exit mobile version