এক হাজার ৬শ’ ৬৮ কোটি টাকা ব্যয়ে ৪টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ-একনেক’র সভায়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের সভায় এই অনুমোদন দেয়া হয়। এ সময় অভ্যন্তরীণ সব বিমানবন্দরে রাতে ফ্লাইট চলাচলের ব্যবস্থা চালু রাখার অনুশাসন জারি করেন তিনি।
মঙ্গলবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময়, পরিকল্পনা কমিশন জানায়- দেশের ৩ বিমানবন্দরে রানওয়ের পুরুত্ব বাড়াতে অ্যাসফল্ট কংক্রিট ওভারলে করা হবে।
এসব প্রকল্পের মধ্য আছে, যশোর, সৈয়দপুর ও রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর। এগুলোতে নামবে মাঝারি আকারের উড়োজাহাজ। তৈরি হবে অত্যাধুনিক টার্মিনাল। সে জন্য ৫৬৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে, যার বাস্তবায়ন শেষ হবে ২০২৩ সালে।
Leave a reply