নতুন করে আলুর দর: কেজিপ্রতি পাইকারী ২৫ আর খুচরায় সর্বোচ্চ ৩০ টাকা

|

নতুন করে আলুর দর বেঁধে দিয়েছে সরকার। খুচরা, পাইকারি ও হিমাগার তিন পর্যায়ে কাল থেকেই নতুন দর কার্যকর হবে। এতে খুচরা পর্যায়ে ৩৫ টাকা, পাইকারিতে ৩০ টাকা ও হিমাগারের আলুর দর ২৭ টাকা নির্ধারন করে দেয়া হয়।

মঙ্গলবার বিকেলে, কৃষি বিপণন অধিদফতর এই নির্দেশনা দেয়। এদিকে, আলুর বাজার পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বসেছে কৃষি বিপণন অধিদফতর।

এর আগে ১৪ অক্টোবর, পাইকারী পর্যায়ে কেজিপ্রতি ২৫ আর খুচরায় সর্বোচ্চ ৩০ টাকায় নির্ধারণ করে দেয় সরকার। সেই দামে বিক্রি বন্ধ করে দেয় হিমাগারের ব্যবসায়ীরা। সরবরাহ বন্ধ থাকায়, খুচরা ও পাইকারী পর্যায়ে আলুর সংকট দেখা দেয়। এরই পরিপ্রেক্ষিতে আজ আবারও নতুন দাম নির্ধারণ করে কৃষি বিপণন অধিদফতর। কার্যকর না হলে ব্যবস্থা গ্রহনের হুশিয়ারি দেন অধিদফতরের মহাপরিচালক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply