চীনের সাথে বাণিজ্যযুদ্ধের সূচনা করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে দেশটিতে। যুক্তরাষ্ট্রের নির্বাচনের মাত্র দু’সপ্তাহ আগে নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এ বিস্ফোরক তথ্য।
অ্যাকাউন্টটি পরিচালিত হয় ‘ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলস ম্যানেজমেন্ট’ এর নামে। ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে স্থানীয় পর্যায়ে করও দিয়েছে প্রতিষ্ঠানটি। ট্রাম্পের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কর প্রদানের কাগজপত্র যাচাইয়ের পর এ সংবাদ প্রকাশ করে নিউইয়র্ক টাইমস।
বিষয়টি স্বীকারও করেন মার্কিন প্রেসিডেন্ট। তার একজন মুখপাত্র জানান, এশিয়ার বিভিন্ন দেশে হোটেল ব্যবসার সম্ভাবনা যাচাইয়ের উদ্দেশে ওই অ্যাকাউন্টটি খোলা হয়।
ডোনাল্ড ট্রাম্প শাসন ক্ষমতায় আসার পরই চীনের সাথে বাণিজ্যযুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র। এমনকি চীনের সাথে ব্যবসা পরিচালনাকারী মার্কিন প্রতিষ্ঠানগুলোর ব্যাপক সমালোচনা করেন ট্রাম্প।
ইউএইচ/
Leave a reply