আলু নিয়ে রীতিমত তেলেসমাতি চলছে, সরকারের বেঁধে দেয়া দামে কোথাও বিক্রি হচ্ছে না আলু। এদিকে, বাজার নিয়ন্ত্রণে টিসিবির মাধ্যমে ২৫ টাকা কেজিতে বিক্রি শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। কৃষিমন্ত্রীর আশা, সহসায় কেটে যাবে আলুর চড়া দামের সংকট।
এদিকে, কারওয়ানবাজারে আড়তে দেখা নেই আলুর। পাইকাররা বলছেন, হিমাগার থেকে আলু আসছে না তাই বিক্রি প্রায় বন্ধ। খুচরা বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, এবার ঐকমত্যের ভিত্তিতেই দাম নির্ধারণ করা হয়েছে। ভোক্তাদের জিম্মি করে, দাম বাড়ানো হলেই ব্যবস্থা নেয়া হবে। হিমাগার পর্যায়ে বাড়ানো হয়েছে তদারকি।
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক জানান, নির্ধারিত দামে আলু বিক্রি করতে কঠোরভাবে তদারকি করবে সরকার। দু,একদিনের মধ্যে তদারকি শুরু হবে। সরকার হিমাগার পর্যায়ে প্রতি কেজি ২৭ টাকা র্নিধারণ করেছে। খুচরা বিক্রি মুল্য বেধে দিয়েছে ৩৫ টাকা।
Leave a reply