চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ওমিদুলের মরদেহ চার দিন পর ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। বুধবার বিকেলে উপজেলার দর্শনা আইসিপি চেকপোস্ট সীমান্ত দিয়ে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তার মরদেহ হস্তান্তর করা হয়।
গত রোববার ভোরে ওমিদুল দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তের কাছাকাছি যায়। এ সময় ভারতীয় নদীয়া জেলার কৃষ্ণনগর থানার রাঙ্গীয়াপোতা ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাকে গুলি করে হত্যা করে লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
বিজিবি জানায়, নিহতের চার দিন পর সকল আইনী কর্মকাণ্ড শেষে দর্শনা সীমান্ত দিয়ে পতাকা বৈঠককের মাধ্যমে মরদেহ ফেরত দেয়। এ সময় বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি‘র উপ-অধিনায়ক আহমেদ ও ফেরদৌস, বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার বারেক, দর্শনা থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম এবং ভারতের পক্ষে নদীয়া জেলার গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার শ্রী নগেনদারসহ কৃষ্ণনগর থানা পুলিশ, কাষ্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তারা।
Leave a reply