৩ বছরেও খোঁজ মেলেনি সীমান্তে বিচ্ছিন্ন ৫৪৫ অভিবাসী শিশুর বাবা-মা’র

|

৩ বছরেও খোঁজ মেলেনি সীমান্তে বিচ্ছিন্ন ৫৪৫ অভিবাসী শিশুর বাবা-মা'র

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে পরিবার থেকে বিচ্ছিন্ন ৫৪৫ অভিবাসী শিশুর বাবা-মা’র খোঁজ মেলেনি তিন বছরেও। মেক্সিকোসহ মধ্য আমেরিকায় দ্বারে দ্বারে ঘুরে ওই শিশুদের বাবা-মা’কে খুঁজে বের করার চেষ্টা করছে মানবাধিকার সংগঠনগুলো।

মার্কিন বিচার বিভাগ আর স্বেচ্ছাসেবী সংস্থা ‘আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন’ সম্প্রতি আদালতে উপস্থাপিত নথিতে জানায় এ তথ্য। হারিয়ে যাওয়া শিশুরা ২০১৭ সালের ১ জুলাই থেকে ২০১৮ সালের ২৬ জুনের মধ্যে বিভিন্ন সময় পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরিবারের কাছে পৌঁছে দিতে আদালতের নির্দেশনার পর থেকেই তাদের বাবা-মা’দের সন্ধানে চলছে অভিযান।

তবে করোনা মহামারির কারণে কার্যক্রম বন্ধ রাখা হলেও সম্প্রতি আবারও শুরু হয় তা। ২০১৭ সালে দক্ষিণ সীমান্তে ট্রাম্প প্রশাসনের অভিবাসীবিরোধী কঠোর পদক্ষেপে পরিবার থেকে বিচ্ছিন্ন হয় দেড় হাজারের বেশি শিশু।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply