Site icon Jamuna Television

গাজীপুরে পোশাক শ্রমিককে গণধর্ষণ, ৫জন আটক

গাজীপুরের কাশিমপুরে কারখানা থেকে বাসায় ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে এক পোশাক শ্রমিককে পালাক্রমে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার বিচার দাবি করে সকালে ওই পোশাক শ্রমিকের সহকর্মীরা কাশিমপুর থানার সামনে বিক্ষোভ করে।

ঘটনার সাথে জড়িত সন্দেহে আমিনুল ইসলাম (২৮), শাহাদাত হোসেন (৩৫) ও বায়েজিদ হোসেন(৩০) কে আটক করেছে পুলিশ। এছাড়া, আরও দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, আরব ফ্যাশন লিমিটেড নামে পোশাক কারখানার এক নারী শ্রমিক রাতে ছুটির পর বাসায় ফেরার পথে ৫/৬ জন যুবক তাকে রাস্তা থেকে তুলে নিয়ে যায়। পরে স্থানীয় স্কয়ার গেট এলাকার নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে তার পরিবারের লোকজনকে ফোনে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবি করে।

বিষয়টি জানাজানি হলে পুলিশ পাঁচ জনকে আটক করে। তবে, পুলিশ শুধুমাত্র আমিনুল ইসলামকে আটকের কথা স্বীকার করেছে। 

কোনাবাড়ি জোনের সহকারী কমিশনার থোয়াই অংপ্রু মারমা জানান, এ ঘটনায় জড়িত তিন জনকে আটক করা হয়েছে। এর মধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভূক্তভোগী নারী শ্রমিককে পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Exit mobile version