এবার ভিসা মুক্ত যাতায়াতে চুক্তিবদ্ধ হলো আমিরাত-ইসরায়েল

|

এবার ইসরায়েলের সাথে দুই দেশের নাগরিকদের জন্য ভিসা মুক্ত যাতায়াতের সম্মত হলো আরব আমিরাত। মঙ্গলবার প্রথমবারের মতো ইসরায়েলে সরকারি সফরে যায় আমিরাতের একটি প্রতিনিধি দল। সেখানে দুই দেশের মধ্যে ভিসা মুক্ত যাতায়াত, বিজ্ঞান ও প্রযুক্তি, অভ্যন্তীরণ বিমান পরিবহণ সহপাঁচটি বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। খবর জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে’র।

মঙ্গলবার আরব আমিরাতের আমিরাতের অর্থমন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল-মারি এবং অর্থ-প্রতিমন্ত্রী ওবেইদ হুমেইদ আল-তায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসরায়েলে পৌঁছে। সফরে রয়েছেন মার্কিন কূটনীতিকরাও। অবশ্য ফিলিস্তিনি নেতারা এই সফরকে বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যা দিয়েছে।

ফিলিস্তিনি লিবারেশন অর্গানাইজেশনের কার্যকরী কমিটির সদস্য ওয়াসেল আবু ইউসুফ বলেন, আমিরাতের এই সফরের পর ইসরায়েল ফিলিস্তিনের আরো এলাকা দখলের চেষ্টা করবে। কূটনৈতিক ভাবে ইসরায়েলের অবস্থান আরও শক্ত হলো।

হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, ওয়েস্ট ব্যাঙ্কে ইসরায়েলের জোর আরো বাড়ল। ফিলিস্তিনের মানুষের উপর ইসরায়েলের অত্যাচার এ বার নতুন মাত্রা পাবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply