শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু

|

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দুদিন বন্ধ ছিল শিমুলিয়া- কাঁঠালবাড়ি নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচল। আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ায় আজ সকাল ৮টা থেকে আবার লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়েছে। তবে নাব্যতা সংকটের কারণে আজও বন্ধ রয়েছে ফেরি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানায়, বৈরী আবহাওয়ার কারণে নদীতে বাতাস ছিল। এ কারণে দুর্ঘটনার আশঙ্কায় বৃহস্পতিবার বিকেল থেকে গতকাল শুক্রবার পর্যন্ত এই নৌরুটের লঞ্চ ও স্পিডবোট বন্ধ করে দেয়া হয়। আবহাওয়া অনুকূলে আসায় এসব নৌযান আজ সকাল থেকে ফের চলতে শুরু করেছে।

এদিকে, তীব্র স্রোত ও নাব্যতা সংকটের জন্য ৯ দিন ধরে এই পথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কবে নাগাদ ফেরি চলতে শুরু করবে সেটা এখনও অনিশ্চিত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply