সাভার থেকে মোস্তাফিজুর নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মরদেহের পাশ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি পরিচয়পত্র পাওয়া গেছে।
সেই পরিচয় পত্রের সূত্র ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জানান, ওই যুবক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। সে ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে মাস্টার্স শেষ করেছেন। তিনি রাজশাহী জেলার দূর্গাপুর থানার নওপাড়ায় এলাকার মজিবুর রহমানের ছেলে।
শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, সকালে স্থানীয়রা শিমুলতলা এলাকায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহটি উদ্ধার করে। এ সময় মরদেহের পাশ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি পরিচয় পত্র পাওয়া যায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে হত্যা করতে পারে।
ইউএইচ/
Leave a reply