বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে বিনামূল্যে দুই শত দরিদ্র রোগীর চোখের অস্ত্রোপচারের দায়িত্ব নিয়েছে সদর উপজেলা পরিষদ। মুজিববর্ষ উপলক্ষে সদর উপজেলা পরিষদ ও বেসরকারি সংস্থা সাইট সেভার্স যৌথভাবে বিনামূল্যে এই চক্ষু অপারেশন ক্যাম্পের আয়োজন করে।
শনিবার সকালে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন। বিনামূল্যে রোগীরা চোখের এই চিকিৎসাসেবা পেয়ে দারুণ খুশি।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক আহাদ উদ্দিন হায়দার ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আখতারুজ্জামান বাচ্চু প্রমূখ।
বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের রজবিজয়পুর গ্রামের দিনমজুর ষাটোর্ধ হারুণ মোল্লা এবং পার্শ্ববর্তী কাড়াপাড়া ইউনিয়নের গোবরদিয়া গ্রামের আবুল কালাম জানান, গত কয়েকদিন ধরে এলাকায় বিনামূল্যে দরিদ্র মানুষের চোখের চিকিৎসাসেবা দেয়ার ঘোষণা দিয়ে জন্য মাইকিং করে উপজেলা পরিষদ। মাইকে সেই খবর পেয়ে এখানে এসেছি। চোখে সানি পড়েছে। চোখে ঝাঁপসা দেখি। চোখ পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা অস্ত্রোপচারের জন্য নির্বাচন করেছেন। বিনামূল্যে চিকিৎসা পাচ্ছি এতে আমরা দারুণ খুশি।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম বলেন, মুজিববর্ষ উপলক্ষে উপজেলা পরিষদ বিভিন্ন সময়ে নানা কর্মসূচি পালন করছে। তার মধ্যে এই চক্ষু চিকিৎসা ক্যাম্প উল্লেখযোগ্য। আমরা এই ক্যাম্পে সকাল থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীর চক্ষু পরীক্ষা নিরীক্ষা করছেন। দুপুর পর্যন্ত পাঁচশো’র অধিক রোগী এখানে সেবা নিয়েছেন।
সন্ধ্যা ছয়টা পর্যন্ত এখানে রোগী দেখবেন চিকিৎসকরা। সন্ধ্যা পর্যন্ত যত রোগী আসবেন সবাইকে বিনামূল্যে সেবা দেয়া হবে। অধিকাংশ রোগীদের চশমা ও ওষুধ বিনামূল্যে দেয়া হচ্ছে। এখানে আসা রোগীদের মধ্যে দুই শত রোগী বাছাই করে চোখের ছানি, নেত্রনালি ও মাংসবৃদ্ধির অস্ত্রোপচার করা হবে স্থানীয় বেসরকারি হাসপাতাল দৃষ্টিদানে। যার সব খরচ বহন করবে উপজেলা পরিষদ।
Leave a reply