ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলার চার্জ গঠনে ভুল থাকায় নতুন করে চার্জ গঠনের আদেশ দিয়েছেন আদালত।
একইসাথে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে রায় মুলতবি করেছেন আদালত।
ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল ইসলামের আদালতে ৪ নভেম্বর আবারও অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ঠিক করা হয়েছে।
মঙ্গলবার সকালে তিন আসামিকে আদালতে আনা হয়। এ মামলায় অভিযুক্ত পাঁচ আসামি-জিকরুল্লাহ ওরফে হাসান, মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ ওরফে এরফান ওরফে মুশফিক, মো. সাইফুল ইসলাম ওরফে মানসুর , মাওলানা জুনেদ আহমেদ ওরফে জুনায়েদ ওরফে তাহের ও আবদুল্লাহ ওরফে মো. আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে বড় ভাই।
এদের মধ্যে মাওলানা জুনায়েদ আহমেদ ও আবদুল্লাহ ওরফে মো. আকরাম হোসেন ওরফে বড় ভাই পলাতক রয়েছে। বাকিরা কারাগারে আছে।
২০১৫ সালের ৩০ মার্চ তেজগাঁওয়ে ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে কুপিয়ে হত্যা করা হয়।
Leave a reply