ঝিনাইদহ প্রতিনিধি:
সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যাবার চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সলেমানপুরে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)’র হাতে আটক হয়েছেন মা ও ছেলে।
সোমবার রাত সোয়া ১০টার দিকে বিজিবি ওই দুজনকে আটক করেন।আটককৃতরা হলেন, কুষ্টিয়ার ইসলামি বিশ্ববিদ্যাল (ইবি) থানার হাতিয়া গ্রামের মৃত অমর চন্দ্র পালের স্ত্রী কল্পনা রানী পাল (৫৫) ও তার ছেলে নরেন পাল (২৬)।
বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেনেন্ট কর্নেল কামরুল আহসানের বরাত দিয়ে অতিরিক্ত পরিচালক মেহেদি হাসান খান জানান, বিজিবির খোসালপুর ক্যাম্পের টহলরত সদস্যরা সোলেমানপুর এলাকার মাঠ থেকে ওই দুই বাংলাদেশি নাগরিককে আটক করেন। তারা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্র ভারতে যেতে চেয়েছিলেন বলে বিজিবিকে জানিয়েছেন। এ ব্যাপারে মহেশপুর থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের করে আটক দুজনকে থানায় পাঠানো হয়েছে।
ইউএইচ/
Leave a reply