আর মাত্র একদিন। এরপরই উঠে যাচ্ছে সাকিব আল হাসানের ১ বছরের নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে সাকিব খেলবেন ১৫ই নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে।
সাকিব আল হাসানের ১ বছরের নিষেধাজ্ঞা শেষ হবে কাল কিন্তু ১ বছরের স্থগিত নিষেধাজ্ঞার কী হবে? বিসিবি বলছে এই স্থগিত নিষেধাজ্ঞার জন্য আলাদা করে কোনো কিছুই জানাবে না আইসিসি। স্বয়ংক্রিয়ভাবে ২৯ অক্টোবর থেকে মাঠে ফিরতে পারবেন সাকিব।
২৯ অক্টোবর, ২০১৯। বাংলাদেশের ক্রিকেটের কালো অধ্যায়। জুয়ারির সাথে কথোপকথন গোপন করায় আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে হয় সাকিব আল হাসানকে। মূলত ২ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব। যার মধ্যে ১ বছরের নিষেধাজ্ঞা। আর বাকি ১ বছরের স্থগিত নিষেধাজ্ঞা। মানে এই ১ বছরের আইসিসির নিয়ম ঠিকঠাক মেনে চললেই পরের এক বছরের শাস্তি মওকুফ। প্রথম ১ বছরের নিষেধাজ্ঞা শেষ হয়ে যাবে ২৮ অক্টোবর।
বছর পেরিয়ে সাকিব ফিরছেন। করোনা অবশ্য তাকে খুব বেশি ক্রিকেট মিস করতে দেয়নি। কথায় আছে না- সাহসীদের সাথে ভাগ্য থাকে! ভক্তদের প্রত্যাশাও তাই। অন্ধকার পেরিয়ে সাকিব ফিরুক আরও শক্তিশালী আরও পরিণত হয়ে।
ইউএইচ/
Leave a reply