নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন যুবক নিহত হয়েছেন।মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে জলঢাকা-ডিমলা সড়কের সোনাখুলী স্লুইস গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের ২ জনের বাড়ি সৈয়দপুরে ও ১ জনের বাড়ি দিনাজপুরের ফুলবাড়ী এলাকায়।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, নিহতরা হলেন সৈয়দপুর মুন্সিপাড়া এলাকার উপেন চন্দ্র রায়ের ছেলে রিংকু (২১), নিতাই চন্দ্রের ছেলে দীপ্ত রায় (২১), দিনাজপুর ফুলবাড়ী এলাকার প্রসেনজিৎ রায় (২৫)।
স্থানীয়রা তাদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ইউএইচ/
Leave a reply