দিল্লিকে বিধ্বস্ত করে প্লে-অফের দৌড়ে টিকে রইলো হায়দরাবাদ

|

বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে মঙ্গলবার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। আর সঠিক সময়ে ব্যাটিং-বোলিং সব ডিপার্টমেন্টে জ্বলে ওঠে হায়দ্রাবাদ।

ঋদ্ধিমান সাহা ও ডেভিড ওয়ার্নার ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ২১৯ রান করে হায়দ্রাবাদ। ছুড়ে দেয়া ২২০ রানের লক্ষ্য পেরিয়ে প্লে-অফ আজই নিশ্চিত করতে পারবে কিনা সেই শঙ্কার দেখা দেয়। কেননা জয় পেতে হলে নিজেদের রেকর্ডকেই ভাঙতে হবে দিল্লির।

হায়দ্রাবাদের বোলারদের দাপুটে বোলিংয়ে সেই রেকর্ড তো করতেই পারলো না দিল্লি। ৮৮ রানে বিশাল ব্যবধানে হারতে হয়েছে শিখর ধাওয়ানদের। এ নিয়ে টানা তিন ম্যাচে হারলো দিল্লি।

টস হেরে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালায় সানরাইজার্স হায়দ্রাবাদ। উদ্বোধনী জুটিতে মাত্র ৯.৪ ওভারে স্কোর বোর্ডে ১০৭ রান জমা করেন ডেভিড ওয়ার্নার ও ঋদ্ধিমান সাহা। ৩৪ বলে ৮ চার ও দুই ছক্কায় ৬৬ রান করে আউট হন অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

তিনে নামা মনিশ পাণ্ডের সঙ্গে ফের ৬৩ রানের জুটি গড়েন ঋদ্ধিমান। ১৪.৩ ওভারে দলীয় ১৭০ রানে আউট হন ঋদ্ধিমান সাহা। তার আগে ১২টি চার ও দুই ছক্কায় ৮৭ রান করেন তিনি।

এরপর কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যান মনিশ পাণ্ডে। তার ৩১ বলে চারটি বাউন্ডারি ও এক ছক্কায় গড়া অপরাজিত ৪৪ রানের ইনিংসের সুবাদে ২ উইকেটে ২১৯ রানের পাহাড় গড়ে সানরাইজার্স হায়দ্রাবাদ।

জবাবে ২২০ রানের টার্গেটে ব্যাট হাতে নেমে শুরুতেই ধাক্কা লাগে দিল্লি শিবিরে। প্রথম ২ ওভারে ১৪ রান যোগ করতেই শিখর ধাওয়ান ও মার্কাস স্টয়নিসকে হারায় দিল্লি। সেঞ্চুরির পর সেঞ্চুরি হাঁকানো শিখর ধাওয়ানকে শুন্য রানে ফেরান সন্দীপ শর্মা। নাদিমের বলে মাত্র ৫ রান যোগ করেই সাজঘরে ফেরেন স্টয়নিস। এরপর নিয়মিত বিরতিতে হারাতে থাকে দিল্লির উইকেট।

দলটির পক্ষে সর্বোচ্চ ৩৬ রান আনে রিশভ পন্থের ব্যাট থেকে। তাকে ফেরান সন্দীপ শর্মা। শেষ দিকে ৯ বলে অপরাজিত ২০ রানের ঝড়ো ইনিংস খেলেন তুষার দেশপাণ্ডে। তাতে রানের পাহাড় ডিঙানো সম্ভব হয়নি। ফলে এক ওভার বাকি থাকতেই ১৩১ রানে থেমে যায় দিল্লির ইনিংস। ৮৮ রানের বিশাল ব্যবধানে জয় পায় হায়দ্রাবাদ।

হায়দ্রাবাদের পক্ষে সবচেয়ে সফল বোলার রশিদ খান। ৪ ওভার বল করে মাত্র ৭ রান খরচায় ৩ উইকেট নেন তিনি। ২টি করে উইকেট নেন সন্দীপ শর্মা ও নটরাজান।

এই জয়ের সুবাদে ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইল হায়দ্রাবাদ। টেবিলে তাদের অবস্থান ষষ্ঠ। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দিল্লি আছে তৃতীয় স্থানে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply