ধর্ষণ মামলায় অভিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হয়ে আত্মপক্ষ সমর্থনে, মার্কিন বিচার বিভাগের উদ্যোগ খারিজ করলেন ফেডারেল আদালত।
মঙ্গলবার, ম্যানহাটনের আদালতে সরকারি কর্মকর্তাদের সুরক্ষা আইনের উল্লেখ করে মামলার বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করে বিচার বিভাগ। জবাবে বিচারক বলেন, ঘটনার সময় প্রেসিডেন্ট ছিলেন না ট্রাম্প; ফলে আইনটির বিধি তার ওপর কার্যকর নয়।
২০১৯ সালে নিউইয়র্কের স্টেট আদালতে মামলাটি দায়ের করেন কলামিস্ট ই জ্যঁ ক্যারোল। তার দাবি, ৯০’র দশকে ম্যানহাটনের একটি দোকানে ট্রাম্পের হাতে লাঞ্ছিত হন তিনি। শুরু থেকেই অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছেন ট্রাম্প।
Leave a reply