Site icon Jamuna Television

পদ্মায় ইলিশ ধরার দায়ে রাজবাড়ীতে ১১ জেলের কারাদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ ধরার দায়ে ১১ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২০’ এর কার্যক্রমের অংশ হিসেবে রাজবাড়ী সদর উপজেলার ১১ জেলেকে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনার সময় তিনজনের বয়স কম থাকার কারণে তাদেরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. হাবিবুল্লাহ জানান, ইলিশের প্রজনন মৌসুমে পদ্মায় মা ইলিশ শিকারের সময় ১৪ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৩ জনের বয়স কম থাকায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর বাকিদের সাজা দেওয়া হয়।

এছাড়াও অভিযান পরিচালনার সময় ৩০ হাজার মিটার কারেন্ট জাল এবং সাত কেজি ইলিশ জব্দ করা হয়েছে। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, আগামী ৪ নভেম্বর পর্যন্ত প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদ বন্ধ থাকবে।

ইউএইচ/

Exit mobile version