রাজশাহীর দীপঙ্কর হত্যা: ১৩ আসামির সবাই খালাস

|

করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসকসহ দুই জনের মৃত্যু

রাজশাহীর বাগমারায় জঙ্গিনেতা বাংলাভাই ও তার বাহিনীর হাতে ১৬ বছর আগে নিহত দীপঙ্কর হত্যা মামলায় ১৩ আসামির সবাই খালাস পেয়েছেন। রাজশাহী বিভাগীয় স্পেশাল জজ আদালতে বুধবার এই মামলার রায় ঘোষণা করা হয়।

২০০৪ সালের ২৭ এপ্রিল বাংলাভাইয়ের নেতৃত্বাধীন জেএমবি ক্যাডাররা বাগমারার হামিরকুৎসা ক্যাম্পে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করে পাশের আত্রাই উপজেলার অধিবাসী দীপঙ্কর সাহাকে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় বিভিন্ন সময়ে ৪৮ জনকে আটক করা হয়। এর মধ্যে বাংলাভাইসহ ১৮ জনের বিরুদ্ধে মামলাটিতে চার্জশিট দাখিল করে পুলিশ।

বিচার চলাকালে বাংলাভাইয়ের ফাঁসিসহ ৫ আসামীর মৃত্যু হয়। ২০ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অবশিষ্ট ১৩ আসামির সবাইকেই খালাসের রায় দেন আদালত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply