ভারতের প্রতি দিওয়ালি উপহার, কাশ্মির ও গিলগিটকে পাক মানচিত্র থেকে বাদ দিল সৌদি!

|

সাম্প্রতিক নানা ইস্যুতেই সৌদি আরবের সাথে তিক্ত সম্পর্ক যাচ্ছে একসময়ের ঘনিষ্ট মিত্র পাকিস্তানের। পাকিস্তানের ক্রমাগত চীন ও তুরস্কঘেষা পররাষ্ট্রনীতি ও মধ্যপ্রাচ্যে তুর্কি নীতিকে সমর্থনের খেসারত স্বরুপ পাকিস্তানকে দেয়া অনেক সুবিধাই তুলে নিচ্ছে সৌদি আরব।

সম্প্রতি বিশ্বের অর্থনৈতিকভাবে শক্তিশালী ২০ দেশের সংগঠন জি-২০’র রিয়াদ সম্মেলনকে কেন্দ্র করে ছাপানো নতুন ২০ রিয়ালের মুদ্রার পিছন দিকে একটি বিশ্ব মানচিত্রের ছবি ছাপা হয়েছে। সেখানে পাক শাসিত কাশ্মির ও গিলগিট বালতিস্তানকে পাকিস্তানের মানচিত্র থেকে আলাদা করে একটি অন্য দেশ হিসেবে দেখানো হয়েছে। খবর হিন্দুস্তান টাইসম’র।

আর এটিকে ভারতের প্রতি সৌদি আরবের ‘দিওয়ালি উপহার’ বলে কটাক্ষ করছেন পাক শাসিত কাশ্মিরের অ্যাকটিভিস্ট আইয়ুব মির্জা।

আইয়ুব মির্জা তার টুইটে লেখেন, পাকিস্তানের মানচিত্র থেকে কাশ্মির ও গিলগিট বালতিস্তানকে মুছে দেয়া যেন সৌদি আরবের পক্ষ থেকে ভারতের জন্য দীপাবলির উপহার স্বরূপ!


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply