ফরাসি ম্যাগাজিন শার্লি হেবদোর বিরুদ্ধে আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নেয়ার ঘোষণা দিলো তুরস্ক। অন্যদিকে, তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে ইউরোপীয় ইউনিয়নে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে ফ্রান্স।
জানা গেছে, সবশেষ মুদ্রণের প্রচ্ছদে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের অন্তর্বাস পরিহিত কার্টুন ছাপায় শার্লি হেবদো। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে বিষয়টি খতিয়ে দেখার কাজ শুরু করেছে আঙ্কারা। শার্লি হেবদোর পরিচালকদের বিরুদ্ধেও শুরু করেছে অনুসন্ধান।
এর আগে ফরাসি সিনেটে ইউরোপ বিষয়ক মন্ত্রী জানান, কঠোর নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা নিতে প্যারিসকে উস্কে দিচ্ছে আঙ্কারাই। তুরস্কের ডাকে, ম্যাকরন প্রশাসনের বিরুদ্ধে এশীয় ও পারস্য উপসাগরীয় সব মুসলিম দেশেই ক্ষোভ প্রকাশ ও পণ্য বর্জন কর্মসূচি অব্যাহত রয়েছে।
Leave a reply