শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়লো

|

ফাইল ছবি।

আবারও বাড়লো স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। আগামী ১৪ নভেম্বর পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে অনলাইনে ব্রিফিংয়ে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী আরও জানান, করোনার কারণে বছরের শুরুতে হচ্ছে না বই উৎসব। তবে যথা সময়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুকসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দফায় দফায় ছুটি বাড়ানো হচ্ছে। গত এক ১ অক্টোবর তা বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়েছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply