চট্টগ্রামের বাজারে আবারও আলুর সংকট দেখা দিয়েছে। সরবরাহ করা হচ্ছে না- এই অজুহাতে বিক্রি বন্ধ করে দিয়েছেন রিয়াজউদ্দিন বাজারের আড়তদাররা।
গেল মঙ্গলবার রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। বেশি দামে আলু বিক্রি করায় জরিমানা করা হয় ১০ ব্যবসায়ীকে। এসময় সরকার নির্ধারিত ৩০ টাকা কেজি দরে আলু বিক্রি করতে নির্দেশনা দেয়া হয়।
আড়তদারদের দাবি, পাইকাররা গত দুই দিন ধরে আলু সরবরাহ বন্ধ রাখায় সংকট তৈরি হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা বলছেন, হিমাগার থেকে বেশি দামে আলু কিনতে হচ্ছে তাদের। পরিবহনসহ প্রতি কেজিতে খরচ পড়ছে ৩৮ টাকা। দাম বেশি পড়ায় বিক্রি বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা।
তবে নগরীর চাকতাই, পাহাড়তলীসহ অন্য আড়তে আলু পাওয়া যাচ্ছে। তবে কোথাও সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না।
Leave a reply