Site icon Jamuna Television

সাকিবের ফেরায় মাগুরায় কেক কেটে আনন্দ উল্লাস

মাগুরা প্রতিনিধি:

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শাস্তির মেয়াদ শেষ হওয়ায় তার বন্ধুরা কেক কেটে মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস করেছেন। বৃহস্পতিবার বিকেলে মাগুরার স্থানীয় নোমানী ময়দানে এ অনুষ্টানের আয়োজন করা হয়।

নোমানী ময়দান মাঠে বিকালে সাকিবের বাবার উপস্থিতিতে সাকিবের বন্ধুরা ক্ষুদে খেলোয়াড়দের নিয়ে কেক কাটেন। এ সময় দুই শতাধিক খেলোয়াড়দের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

সাকিবের বন্ধু খান নয়ন বলেন- সাকিব মানেই বাংলাদেশ, সাকিব মানেই জয়। সাকিব না থাকায় বাংলাদেশ দলের অনেক ক্ষতি হয়েছে। তাই আমরা সাকিবের এই বীরের বেশে ফিরে আসাকে সাধুবাদ জানাই। সামনের দিনগুলো সাকিবকে নিয়ে বাংলাদেশ দল এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা।

সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল বলেন, এতদিন সাকিব বাংলাদেশ দলের বাইরে ছিলো। তার শাস্তির মেয়াদ শেষ হয়েছে। তাই সাকিব ভক্তরা খুব খুশি। এ খুশিতে সবাই আনন্দ-উল্লাস করছে। আমি সাকিব ভক্তদের মিষ্টি মুখ করিয়েছি। সবাই সাকিবের জন্য দোয়া করবেন সে জন্য আগামী দিন গুলোতে সুন্দরভাবে খেলতে পারে।

Exit mobile version