ভুয়া মোবাইল কোর্টে জরিমানা; বদরগঞ্জ থানার ওসিকে স্ট্যান্ড রিলিজ

|

ওসি হাবিবুর রহমান হাওলাদার।

ভুয়া মোবাইল কোর্টে জরিমানার নামে রংপুরের বদরগঞ্জের ময়নুল হক নামের এক কৃষকের কাছ থেকে ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদারকে স্ট্যা্‌ন্ড রিলিজ করে কুড়িগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে তাকে স্ট্যান্ড রিলিজ করে রেঞ্জ ডিআইজি অফিস। উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের শালবাড়ি খিয়ারপাড়া গ্রামের কৃষক ময়নুল হক কর্তৃক পুলিশ মহা পরিদর্শকের কাছে ওসির বিরুদ্ধে ওই ভুয়া মোবাইল কোর্ট জরিমানার বিষয়ে লিখিত অভিযোগ করা হয়।

অভিযোগে বলা হয়, চলতি বছর ১৪ এপ্রিল পাঠানের হাট এলাকার রাস্তা থেকে ওই কৃষকের একটি মাটি ভর্তি ট্রলি বদরগঞ্জ থানার এসআই হাবিব আটক করে থানায় নিয়ে যায়। ২৭ দিন পর তাকে জানানো হয় মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১১ মে ওসির কাছে ৫০ হাজার টাকা জমা দিয়ে তিনি ট্রলিটি ফেরত নেন।

কিন্তু কোন রশিদ না দেয়া দেয়ায় সন্দেহ হওয়ায় ইউএনও অফিসে খোঁজ নিয়ে ওই কৃষক জানতে পারেন তার নামে মোবাইল কোর্টে কোন মামলা হয়নি। যমুনা টেলিভিশনের অনুসন্ধানেও দেখা যায়, ঘটনা সত্য।

মূলত গত ১ মে তারিখে বদরগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরিফুল ইসলাম ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বদরগঞ্জ থানার মামলা নম্বর ৫০/২০২০ এর অধীনে নীলফামারীর কিশোরগঞ্জের মাগুড়া এলাকা থেকে ভেজাল মুধু বিক্রি করতে আসা আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করেন।

বদরগঞ্জ থানার জিডির ফাইলে দেখা যায় ১০ই মে ওসি কৃষক ময়নুল হাকের নামে একটি জিডি করেন, যেখানে মামলা নং এর পরে ফাঁকা দেখা যায় এবং বলা হয় বালু ব্যবস্থাপনা আইনের ধারায় ওই কৃষকের ট্রলির জন্য ৫০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

পরবর্তীতে ওসি ওই ফাঁকা জায়গায় মামলা নং ৫০/২০ বসিয়ে দেন। এবং ওই কৃষকের কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেন। এ ঘটনাটি নজরে আসা মাত্রই বৃহস্পতিবার রাত সাড়ে আট টায় রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য ওসি হাবিবুর রহমান হাওলাদারকে স্ট্যান্ড রিলিজ করে কুড়িগ্রাম জেলায় সংযুক্ত করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply