শার্লি হোবদোর মতো ধর্ম, রাজনীতি ও সংস্কৃতির প্রতি ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশকারী ম্যাগাজিন রাশিয়ায় স্থান পাবে না বলে জানিয়েছে দেশটির সংসদ ক্রেমলিন। খবর দ্যা মস্কো টাইমস’র।
ফ্রান্সে নিস শহরে গির্জায় হামলায় তিনজন নিহতের ঘটনায় নিন্দা জানিয়ে ক্রেমলিনের মুখপাত্র দেমিত্রি পেস্কভ বলেন, শার্লি
হেবদোতে আঁকা মোহাম্মদ (সা) এর কার্টুন প্রদর্শনের পর ঘটা হত্যাকাণ্ড একটি ভয়ংকর ঘটনা।
তবে শার্লি হেবদোর মতো কোন ম্যাগাজিন রাশিয়ায় প্রকাশিত করার সুযোগ নেই বলে জানান পেস্কভ। তিনি বলেন, এখানে সকল ধর্মের লোক শান্তিপূর্ণভাবে বসবাস করে। এই কারণে কোন ধর্মের অনুভূতির প্রতি আঘাত হানে এমন কোন প্রকাশনার অনুমতি আমাদের আইনে বৈধ নয়। আর রাশিয়া প্রায় ২ কোটি মুসলমানের আবাসভূমি।
সেইসাথে, মোহাম্মদ (সা.) ব্যঙ্গাত্মক কার্টুন আঁকারও সমালোচনা করেন পেস্কভ।
Leave a reply