জয়ের রেকর্ড অক্ষুণ্ন রাখলো এসি মিলান-আর্সেনাল

|

উয়েফা ইউরোপা কাপে নিজ নিজ ম্যাচে বড় জয় পেয়েছে আর্সেনাল ও ইন্টার মিলান। সেই সঙ্গে গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও দৃঢ় করেছে দল দুটি।

বৃহস্পতিবার রাতে নিজেদের মাঠে ‘বি’ গ্রুপের ম্যাচে আইরিশ ক্লাব ডুনডাককে ৩-০ ব্যবধানে হারায় আর্সেনাল। একটি করে গোল করেন স্ট্রাইকার এডওয়ার্ড এনকেতিয়া, মিডফিল্ডার জো উইলক ও উইঙ্গার নিকোলাস পেপে।

এর আগে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক র‍্যাপিড উইয়েনকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছিল আর্সেনাল। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে গানাররা।

দিনের অপর ম্যাচে ‘এইচ’ গ্রুপে চেক প্রজাতন্ত্রের স্পার্তা প্রাগকে ৩-০ গোলে হারায় এসি মিলান। একটি করে গোল করেন ফরোয়ার্ড ব্রাহিম দিয়াজ, রাফায়েল লেয়াও ও উইঙ্গার দিওগো দালোত।

পেনাল্টি থেকে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি মিলান তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। এই নিয়ে পেনাল্টি গত পাঁচ শটের মধ্যে তিনটিতে গোল করতে ব্যর্থ হলেন এই সুইডিস তারকা।

এর আগে সেল্টিককে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছিল মিলান। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে আছে ইতালিয়ান ক্লাবটি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply