ব্লকবাস্টারে চলছে ডিসকাউন্ট অফার

|

যমুনা ফিউচার পার্কে ব্লকবাস্টার সিনেমাস দীর্ঘ ৮ বছর যাবত সফলভাবে ব্যবসা করে আসছে। কিন্তু সম্প্রতি করোনাভাইরাসের কারণে সরকারি নির্দেশনায় ৭ মাস হল বন্ধ ছিল। ১৬ অক্টোবর থেকে নতুন করে ব্লকবাস্টার সিনেমাস পুনরায় খোলার অনুমতি পায়।

আর এজন্য দু’টি চলচ্চিত্রের টিকিটে ৫০ শতাংশ ছাড় দিয়েছে হল কর্তৃপক্ষ। ৩০ অক্টোবর থেকে ব্লকবাস্টার সিনেমাসে ডিসকাউন্ট অফার শুরু হয়েছে। ব্লকবাস্টার সিনেমাস মার্কেটিং ইনচার্জ মো. মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই চলচ্চিত্রের ওপর ৫০ শতাংশ ছাড় দেয়া হয়েছে। সিনেমা দুটি- সনিক দ্যা হেজহোগ (Sonic the Hedgehog) ও ঊনপঞ্চাশ বাতাস (Unoponchas Batas)।

ঊনপঞ্চাশ বাতাস সিনেমায় চলছে বাই ওয়ান গেট ওয়ান অফার। এর মানে একটা টিকিটের সাথে আরেকটা টিকিট সম্পূর্ণ ফ্রি। আর সনিক দ্যা হেজহোগ সিনেমায় ২টি টিকিট কিনলে ৫০ শতাংশ ছাড়। অর্থাৎ ২টি সিনেমায়ই ৫০ শতাংশ ছাড় রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply