সিদ্ধান্ত থেকে সরে আসলো রাজশাহীর পরিবহন মালিক–শ্রমিকরা

|

করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসকসহ দুই জনের মৃত্যু

আট দফা দাবি আদায়ে আগামী ১ নভেম্বর থেকে রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের পূর্বঘোষিত কর্মবিরতি পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন পরিবহন মালিক–শ্রমিকেরা।

শুক্রবার বিকেলে রাজশাহী বিভাগীয় প্রশাসনের সাথে ফলপ্রসু আলোচনা শেষে সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দেন।

উল্লেখ্য, গত শনিবার বগুড়ায় বিভাগীয় পরিবহন মালিক–শ্রমিক যৌথ কমিটি বিভাগের আট জেলায় অনিয়ন্ত্রিতভাবে বিআরটিসি বাস চলাচল বন্ধ, সিটি করপোরেশনের বাইরে বিআরটিসির ডাবল ডেকার বাস চলাচল বন্ধ, সড়ক-মহাসড়কে যানবাহনের কাগজপত্র তল্লাশির নামে পুলিশের চাঁদাবাজি বন্ধ, সড়ক-মহাসড়কে অবৈধ তিন চাকার যান চলাচল বন্ধসহ আট দফা দাবিতে কর্মবিরতি পালনের দিদ্ধান্ত নেয় এই সংগঠনটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply