পদ্মা সেতুর ৩৫তম স্প্যান বসানোর কথা রয়েছে আজ। মাওয়া প্রান্তের ৮ ও ৯ নম্বর পিলারের ওপর বসবে স্প্যানটি।
স্প্যানটি স্থাপন হলে দৃশ্যমান হবে স্বপ্নের পদ্মা সেতুর ৫ হাজার ২৫০ মিটার। মুন্সিগঞ্জের মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড সকাল ৯টায় ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটিকে বহন করে নিয়ে যাওয়া হয়।
শুক্রবার স্প্যান বসানোর শিডিউল নির্ধারিত থাকলেও নির্ধারিত পিলারের কাছে নাব্যতা সংকটের কারণে তা হয়ে ওঠেনি। তাই একদিন সময় নিয়ে ড্রেজিং করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হয়েছে। ৩৫তম স্প্যানটি বসানো হলে বাকি থাকবে ছয়টি স্প্যান।
৩৪তম স্প্যান বসানোর সাত দিনের মাথায় বসতে যাচ্ছে এটি। চলতি মাসে তিনটি স্প্যান বসানো হয়েছে, আর এটি নিয়ে সংখ্যা দাঁড়াবে চারটি।
Leave a reply