তিস্তা নদী সুরক্ষা, ভাঙ্গন ও বন্যা প্রতিরোধের দাবিতে আগামীকাল সকাল ১১টায় একযোগে নদীর দুই তীরের ২৩০ কিলোমিটার এলাকায় মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ নামে একটি সংগঠন।
সংগঠনটির মুখপাত্র অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী জানান, তিস্তা নদীর প্রবেশ মুখ বাংলাদেশের নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই জিরো পয়েন্ট থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর ঘাট পর্যন্ত এই মানববন্ধন হবে।
মানববন্ধনে তিস্তার বাংলাদেশ অংশের ১১৫ কিলোমিটার অববাহিকায় প্রতিবছর বন্যা, ভাঙ্গনে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। নদীর সুরক্ষা, দুই তীরের বন্যা ও ভাঙ্গনরোধ এবং ক্ষতিগ্রস্ত লোকজনেরর ক্ষতিপূরণের দাবিতে এই মানববন্ধন হবে।
তিনি আরও বলেন, সেই সাথে তিস্তা নদী নিয়ে গৃহীত মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিও জানানো হবে মানববন্ধনে।
Leave a reply