শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রে ১২ গুণ বেশি দামে কেনা হয়েছে বৈদ্যুতিক পাম্প

|

চট্টগ্রামের শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রে ১২ গুণ বেশি দাম দেখিয়ে বৈদ্যুতিক পাম্প কেনা হয়েছে বলে দুদকের প্রতিবেদনে জানানো হয়েছে। সেই সঙ্গে ঠিকাদার ও পিডিবি’র প্রকৌশলীসহ ছয়জনের বিরুদ্ধে মামলার সুপারিশ করেছে দুদক।

প্রতিবেদনে বলা হয়েছে, বৈদ্যুতিক পাম্পগুলোর দাম ২৫ লাখ টাকা কিন্তু সরকারের কাছ থেকে নেয়া হয়েছে তিন কোটি টাকা। ১২ গুণ বেশি দামে দুটি বৈদ্যুতিক পাম্প কিনেছে চট্টগ্রাম শিকলবাহা ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র।

দুদক বলছে, সরবরাহকারী প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতেও কারসাজি করা হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply