এবার ফ্রান্সের লিওন শহরে গির্জার বাইরে গুলিবিদ্ধ হলেন যাজক। এরইমধ্যে, সন্দেহভাজন এক ব্যক্তিকে আটকের পর, হেফাজতে নিয়েছে পুলিশ।
স্থানীয় সময় শনিবার বিকালে, গির্জার গেইট বন্ধের সময় দু’দফা যাজককে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। বর্তমানে সংকটাপন্ন অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন, নিকোলাস কাকাভেলাকিস। ৫২ বছরের এই যাজক গ্রিক বংশোদ্ভূত অর্থোডক্স খ্রিস্টান। সেদিন সন্ধ্যায়, সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে পুলিশ। কিন্তু, তার কাছে অস্ত্র মেলেনি। আটককৃত ব্যক্তিই হামলা চালিয়েছেন এ বিষয়টিও স্পষ্ট নয়। মূল অপরাধীর সন্ধানে এখনো তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।
গোয়েন্দাদের প্রাথমিক তথ্য অনুসারে, ব্যক্তিগত আক্রোশ থেকে চালানো হয়েছে হামলাটি। চলতি বছরই, যাজকের বিরুদ্ধে জালিয়াতি মামলা খারিজ করেন আদালত। মাত্র ৩ দিন আগেই, নিস শহরের গির্জায় ছুরিকাঘাতে হত্যা করা হয় তিনজনকে।
Leave a reply