মহানবীকে (সা) বিদ্রূপ করে কার্টুন প্রকাশ ও এ ঘটনায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ইসলামবিদ্বেষী মন্তব্যের জেরে প্রতিবাদ চলছে বিশ্বজুড়ে।
দেশে দেশে ফরাসি পণ্য বয়কটের হিড়িক চলছে। সেই প্রতিবাদে এরইমধ্যে সামিল হয়ে ফরাসি পণ্য বয়কট করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে। সেই তোলপাড়ের মধ্যেই রোববার সকালে মহানবীকে (সা) অবমাননার প্রতিবাদে সামিল হলেন ছোট পর্দার জনপ্রিয় টিভি অভিনেত্রী তানজিন তিশা।
তবে নুসরাত ফারিয়ার মতো ফরাসি পণ্য বয়কটের বিষয়ে কিছু লেখেননি এই অভিনেত্রী।
রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিশা লিখেছেন, আমরা যারা মুসলিম ঘরের সন্তান, মুসলমান; আমাদের বোধ হবার পর থেকেই একজন মানুষকে অনেক ভালোবাসি, তিনি হলেন আমাদের প্রিয় নবী এবং রাসুল হযরত মুহাম্মদ (সা.)। আল্লাহ নিজে যাকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দিয়েছেন। কেউ তার সম্মান এবং মর্যাদা একটুও ক্ষুণ্ন করতে পারে বলে আমি বিশ্বাস করি না। আমার এই পোস্টের মাধ্যমে বিশ্বব্যাপী নবী করিম (সা.)-কে নিয়ে ব্যাঙ্গ, বিদ্রূপ, অপপ্রচার এবং মিথ্যাচারের প্রতিবাদ জানাই।
https://www.facebook.com/TanjinTishaTT/posts/226177338866582
ইউএইচ/
Leave a reply