মানি লন্ডারিং মামলায় জি কে শামীমসহ ৮ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি আজ

|

ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার যুবলীগের বহিষ্কৃত নেতা জি কে শামীমসহ ৮ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে করা মামলার চার্জ গঠনের শুনানি আজ।

এর আগে গত ৫ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে এই চার্জ গঠনের জন্য দিন ধার্য করা হয়। একইসঙ্গে মামলাটি বিশেষ জজ-১০ আদালতে বদলির আদেশ দেন।

২০১৯ সালের ২১ সেপ্টেম্বরে গুলশান থানায় মানি লন্ডারিং আইনে মামলাটি দায়ের করা হয়। মামলার অভিযোগে আসামিরা এক কোটি ৮১ লাখ টাকা ও ১৬৫ কোটি ২৭ লাখ টাকা এফডিআরের মাধ্যমে মানি লন্ডারিং করেছেন বলে উল্লেখ করা হয়েছে। গত ৪ আগস্ট সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ জি কে শামীমসহ আটজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply