ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার যুবলীগের বহিষ্কৃত নেতা জি কে শামীমসহ ৮ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে করা মামলার চার্জ গঠনের শুনানি আগামী ১০ নভেম্বর নির্ধারণ করেছেন আদালত।
সোমবার সকাল ১১টার দিকে বিশেষ জজ আদালত-১০ এ হাজির করা হয় জি কে শামীমকে। তবে বাকি ৭ আসামিকে নেয়া হয়নি।
এদিকে জি কে শামীম’সহ ৮ জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত এ আদেশ দেন।
২০১৯ সালের ২১ সেপ্টেম্বরে গুলশান থানায় মানি লন্ডারিং আইনে মামলাটি দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে, আসামিরা এক কোটি ৮১ লাখ টাকা ও ১৬৫ কোটি ২৭ লাখ টাকা এফডিআরের মাধ্যমে মানি লন্ডারিং করেছেন।
ইউএইচ/
Leave a reply